বিএনপির মিছিলে যানজট নিয়ে সমালোচনা ছাত্রদল নেতাকে অব্যাহতি

Spread the love

জামালপুর, করেসপন্ডেন্ট।

জুলাই গনঅভ্যুত্থান-২০২৫ উপলক্ষে জামালপুর সদর উপজেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশে সৃষ্ট দীর্ঘ যানজট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনামূলক স্ট্যাটাস দেয়ার জেরে শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসান (অমিত হাসান রবিন) কে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নান্দিনা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নান্দিনা পূর্ব বাজার থেকে শুরু হয়ে বাদেচান্দি মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

এ সময় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে নান্দিনা বাজার এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং শত শত গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও যাত্রী আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন।

এই পরিস্থিতিতে শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন— “এটা সমাবেশ নাকি ভোগান্তি”— এবং যানজটে আটকে থাকা সারিবদ্ধ গণপরিবহনের ছবি পোস্ট করেন। স্থানীয় সূত্রে জানা যায়, রবিন নিজেও যানজটে আটকে থেকে হেঁটে নান্দিনা বাজারে পৌঁছান এবং তখনই এই পোস্টটি করেন। তবে কিছুক্ষণ পর তিনি পোস্টটি মুছে ফেলেন।

অব্যাহতি পাওয়া প্রসঙ্গে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে রবিন হাসান কোনো মন্তব্য না দিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, নিজ দল সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করা দলীয় ভাবমূর্তিকে ক্ষুন্ন করে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। তাই তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

অন্যদিকে, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, “মিছিল-সমাবেশে কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি। সবাই সহযোগিতা করেছেন। পোস্টদাতা ছাত্রদল নেতা অন্য গ্রুপের এবং তার অভিযোগ অযৌক্তিক।”

উল্লেখ্য, মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন। সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *