৫৯ বছর পর নতুন কেন্দ্রীয় মসজিদ পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

Spread the love

নিউজ ডেস্ক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প’ নামে বৃহৎ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।

এ প্রকল্প বাস্তবায়নে ব্যায় হবে ২ হাজার ৮৪০ কোটি টাকা। এই প্রকল্পের অধিনে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান এক তলা মসজিদুল জামিয়া ভবন (কেন্দ্রীয় জামে মসজিদ) ভেঙে ৪ তলা নতুন ভবন করার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও প্রকল্পটির মধ্যে রয়েছে- অ্যাকাডেমিক ভবন নির্মাণ-৬টি; ২৬০০ জন ছাত্রীর জন্য আবাসিক হল নির্মাণ- ৪টি; ৫১০০ জন ছাত্রের জন্য আবাসিক হল নির্মাণ- ৫টি; হাউজ টিউটর (ছাত্র হলের জন্য-৫টি ও ছাত্রী হলের জন্য-৪টি)-৯টি; শিক্ষক ও অফিসারদের জন্য আবাসিক ভবন নির্মাণ- ২টি; অন্যান্য ভবন (প্রশাসনিক ভবনসহ) নির্মাণ-৫টি; জলাধার সংস্কার এবং সৌন্দর্যবর্ধন-৪টি; বিদ্যমান সার্ভিস লাইন মেরামত/সংস্কার; খেলার মাঠ উন্নয়ন-১টি; পাবলিক টয়লেট নির্মাণ-২টি; ড্রেনেজ সিস্টেম ও ওয়েস্ট ম্যানেজমেন্ট (ওয়েস্টবিন-২৫৬টি)।

প্রকল্পের সারসংক্ষেপ থেকে জানা গেছে, সরকারের এই আধুনিকায়নের প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ১-তলা মসজিদুল জামিয়া ভবন ভেঙে ১টি সেমি বেজমেন্ট ফ্লোরসহ (৫ তলা ভিতে ৪ তলা) মসজিদুল জামিয়া কমপ্লেক্স নির্মাণের জন্য একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, সময়ের প্রয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামোতে করা হয়েছে নানা সংযোজন ও বিয়োজন।

তবে ১৯৬৬ সালে ৫ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত কেন্দ্রীয় জামে মসজিদে আসেনি কোনো পরিবর্তন।

দীর্ঘ ৫৯ বছর পেরিয়ে গেলেও এতোদিন মসজিদটির আধুনিকায়নে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এছাড়াও ২০১৮ সাল থেকে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হলেও সেখানে ঠাঁই পায়নি ঢাবির সেন্ট্রাল মসজিদ।

প্রসঙ্গত, ১৯৬৬ সালের ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি ড. ওসমান গনি মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পবিত্র রমজান মাসের এক শুক্রবার উদ্বোধনের পর এখানে প্রথম মাগরিবের নামাজ আদায় করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৩টি মসজিদের মধ্যে এটিই সেন্ট্রাল মসজিদ হিসেবে পরিচিত।

মসজিদটির দুটি মিনার, কারুকার্যখচিত দরজা-জানালা, ৯টি ঝাড়বাতি ও দুটি বই রাখার আলমারি রয়েছে। মসজিদে একসঙ্গে প্রায় আড়াই হাজার ধর্মপ্রাণ মুসলমান নামাজ আদায় করতে পারেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *