বৈঠক ভালো তবু রাশিয়ার ওপর আসছে মার্কিন নিষেধাজ্ঞা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ‘ভালোভাবে সম্পন্ন’ হয়েছে। তবে রাশিয়ার ওপর থাকছে নিষেধাজ্ঞা।

এমনই মন্তব্য করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। সিএনএন ওই তথ্য দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে নতুন ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ শুক্রবার থেকেই কার্যকর হবে।

ওই কর্মকর্তা বলেন, ‘রাশিয়ার সঙ্গে বিশেষ দূত উইটকফের বৈঠক ভালোভাবে হয়েছে। রুশপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবুও সেকেন্ডারি নিষেধাজ্ঞাগুলো শুক্রবার থেকেই কার্যকর হবে। ‘

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পুতিন ও উইটকফের বৈঠকটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়।

দেশটির সংবাদসংস্থা তাস জানিয়েছে, পুতিন ও উইটকফের বৈঠককে ক্রেমলিন ‘গঠনমূলক ও ফলপ্রসূ’হিসেবে বর্ণনা করেছে। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে কিছু বার্তা দিয়েছেন পুতিন। ওদিকে ট্রাম্পের দিক থেকেও কিছু বার্তা পাওয়া গেছে।

ক্রেমলিন বলেছে, উইটকফ প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করার পর, বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে আরও তথ্য প্রকাশ করা হবে।

এর আগে বুধবার উইটকফের সঙ্গে ফোনে কথা বলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিএনএনকে বলেন, খুব শিগগিরই কিছু ঘোষণা আসবে।’

জানা গেছে, উইটকফ ও পুতিনের বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যোগাযোগ করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *