
স্টাফ করেসপন্ডেন্ট, জনতারকথা, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠক। বৃহস্পতিবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন।
বৈঠকে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- এ সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট ব্যবহার করে আবশ্যিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।