
কুষ্টিয়া অফিস।
কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে আলম হোসেন (৫৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সদর হাসপাতাল রোডস্থ কার্যালয়ের ভেতরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আলম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা গ্রামের শহর আলী শেখের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় দায়িত্ব পালনের জন্য আলম অফিসে যান এবং সকালে বাসায় ফেরেন। কিন্তু এদিন সকালে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা অফিসে খোঁজ নিতে গেলে একটি কক্ষে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, সকাল ৮টার দিকে ঝাড়ুদার আজিজুর রহমান অফিসে এসে আলমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি জানায়। পরে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়া হয়।
পরিবারের দাবি, আলম হোসেনের স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।