
ঝিনাইদহ সংবাদদাতা।
এক সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সন্ধ্যার দিকে মহেশপুরের পোলিয়ানপুর সীমান্ত থেকে এই সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন–৫৮ এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান জানান, মঙ্গলবার সন্ধ্যার দিক পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে সোনার বার নিয়ে ভারত যাওয়ার সময় বিজিবি তাকে চ্যালেঞ্জ করে।
এ সময় ওই ব্যক্তি হাতে থাকা পলিথিন মোড়ানো পোটলা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়পালিয়ে যায়।
পরে পোটলাটি উদ্ধার করে পলিয়ানপুর ক্যাম্পে আনা হয়। খুলে দেখা যায়, কষ্টেপে মোড়ানো ১৫টি স্বর্ণের বার। স্বর্ণগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও জব্দ তালিকা করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে ।
উল্লেখ্য মহেশপুর সীমান্তে একাধিকবার স্বর্ণের বার উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িতদের বিজিবি সদস্যরা আটক করতে পারে না। ফলে পরিত্যক্ত উদ্ধার দেখানোর ফলে অধরাই থেকে যায় চোরাকারবারীরা।