
উপজেলা প্রতিনিধি, মিরপুর, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ের সাফল্য দেখিয়েছে আমলা হাফেজিয়া ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা। উপজেলায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তারা চারটি গ্রুপে পাঁচটি পদক অর্জন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
কুষ্টিয়া জেলা উলামা পরিষদের তত্ত্বাবধানে এবং হিফজুল কুরআন বোর্ডের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা বুধবার অনুষ্ঠিত হয় মিরপুরের তাতীবন্দ বাইতুস সালাম হাফিজিয়া মাদরাসায়। এতে উপজেলার প্রায় ৫২টি মাদ্রাসা অংশ নেয়।
বিজয়ীরা হলেন- ৩০ পারা গ্রুপে মো. মাহমুদুল্লাহ রিয়াদ, ২০ পারা গ্রুপে মো. সাঈদ আল সাহাব, ১০ পারা গ্রুপে মো. জিসানুর রহমান ও মো. আবদুল্লাহ, এবং ৫ পারা গ্রুপে মো. মাহফুজুর রহমান। আগামী ১ নভেম্বর (শনিবার) এই শিক্ষার্থীরা কুষ্টিয়া জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
বিজয়ী শিক্ষার্থীরা বলেন, “আমরা প্রতিদিন নিয়মিত অনুশীলন করি। কুরআন মুখস্থের পাশাপাশি তাজবিদ ও অর্থ বোঝার দিকেও জোর দেই। এই প্রতিযোগিতা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। ইনশাআল্লাহ, জেলা পর্যায়েও ভালো কিছু করতে পারব।”
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান বলেন, “আমলা হাফেজিয়া একটি ইউনিয়ন পর্যায়ের মাদরাসা হলেও আমরা গত তিন বছর ধরে এ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছি। এটা আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পরিশ্রমের ফসল। আমরা চাই এই সাফল্য শুধু মাদরাসার নয়, আমলা ইউনিয়নের গর্ব হয়ে উঠুক। সকলের দোয়া ও সহযোগিতা আমাদের সামনে এগিয়ে যেতে শক্তি দেয়।”
মাদরাসা প্রাঙ্গণে বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ছোটদের চোখে ঝলমল করছে কৃতজ্ঞতা আর স্বপ্নের আলো—জেলা পর্যায়ে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে।