মিরপুরের আমলায় কৃষকের বাতিঘরের উদ্যোগে শীতকালীন সবজির বীজ বিতরণ

Spread the love

আক্তারুল ইসলাম, মিরপুর।

শীতের এই মৌসুমে স্থানীয় কৃষকদের আঙিনা ও ছাদে সবজি চাষে উৎসাহিত করতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলার কৃষকের বাতিঘর সমাজ উন্নয়ন সংস্থা উদ্যোগ নিয়েছে শীতকালীন সবজি বীজ বিতরণের। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সংস্থার আমলা কার্যালয়ে ২০ জন কৃষক ও স্থানীয় ব্যবসায়ী পরিবারের মাঝে বারি বিটি বেগুন-৪, ক্ষেতলাউ, বারি মুলা-৩ (দ্রুতজাত), বারি লালশাক-১, কপি পালং, বারি মটরশুটি-১ এবং বাটিশাকসহ মৌসুমি শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।

তিনি বলেন, “বর্তমানে বাড়ির আঙিনা, ছাদ কিংবা অব্যবহৃত ছোট জায়গায় সবজি চাষ কৃষকদের পরিবারের পুষ্টি ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। কৃষকের বাতিঘর যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ শুধু নিরাপদ সবজির যোগানই বাড়াবে না, কৃষকদের চাষের প্রতি আগ্রহও আরও বৃদ্ধি করবে।” কৃষকের বাতিঘরের সভাপতি হোসাইন মোহাম্মদ সাগর বলেন, “আমরা চাই কৃষক পরিবার শুধু বাজারের ওপর নির্ভরশীল না থেকে নিজেদের প্রয়োজনের সবজি নিজেরাই উৎপাদন করুক।

স্বল্প জায়গায় কীভাবে সবজি চাষ করা যায়, সে বিষয়ে আমরা নিয়মিত প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা দিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও কৃষকদের পাশে থেকে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।” বীজ গ্রহণকারী কৃষকরা জানান, এই উদ্যোগ তাদের জন্য খুবই সহায়ক হবে। তারা বলেন, শীতের মৌসুমটা সবজি চাষের জন্য আদর্শ সময়। অনেক সময় বীজ ও উপকরণের অভাবে চাষ শুরু করতে দেরি হয়। কৃষকের বাতিঘরের এই সহায়তা আমাদের চাষে নতুন উদ্দীপনা যোগাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ আশাদুজ্জামান (রতন) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আঙিনা ও ছাদে সবজি চাষকে জনপ্রিয় করে তুলতে কৃষকের বাতিঘরের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *