কুষ্টিয়ার মিরপুরে উদ্বোধন হলো ‘ইনোভেশন মডেল স্কুল’ কোচিংমুক্ত ও প্রযুক্তিনির্ভর শিক্ষার নতুন দিগন্ত,

Spread the love

নিজস্ব প্রতিবেদক।

কোচিং ও গাইড বইমুক্ত, মানসম্মত এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় যাত্রা শুরু করলো ‘ইনোভেশন মডেল স্কুল’। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে আমলা বাজার সংলগ্ন সানি ভিলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে আমলা সরকারি কলেজের অধ্যক্ষ আ.জ.ম. মনিরুল ইসলাম প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। মেভস-এর অধ্যক্ষ মো. মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম।

ইনোভেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম আল মাজী স্বাগত বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম তৈরি করা। শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন হবে, তাই শিক্ষার্থীদের বাড়তি কোচিং বা প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। এতে অভিভাবকদের আর্থিক চাপও কমবে।” তিনি আরও জানান, প্রতিদিন ইংরেজি স্পোকেন ক্লাসের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগে দক্ষতা তৈরি করা হবে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে পাঠদানকে করা হবে আকর্ষণীয়।

বিশেষ অতিথির বক্তব্যে আমলা সরকারি কলেজের শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, “এ ধরনের উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় শিক্ষার গুণগত মান বাড়াবে এবং শিক্ষার্থীদের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. ফিরোজ মাহমুদ, কুশাবাড়ি চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, ট্রাভেলার্স ফ্যাশনের স্বত্বাধিকারী সোজাউদ্দিন খাঁন এবং ইউপি সদস্য আশরাফুল হক আশা।

তারা স্কুলটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হিসেবে আখ্যায়িত করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে এসএসসি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. সাইফুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবক ও গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *