
অবুঝ মন
মোঃ মাসুম আল মাহমুদ
উঠেছি ট্রেনে মাঝ রাতে,
মন ভালো নেই তবুও বসলাম গ(১১) নং ছিটে।
হঠাৎ ট্রেনে উঠিল বৃদ্ধ এক যাত্রি,
সবাইকে দেখাইতে লাগিল তাঁহার টিকিট খানি।
নেহি কোনো ছিট নাম্বার তাহার টিকিট খানিতে,
কেউই বল্লো না দাদু বস তুমি আমারি ছিটে।
না বসিতে পেরে দাদু দাঁড়িয়ে থাকিল আমারি পাশে,
মন ভালো নেই তবু বসে আছি আমারি ছিটে।
হঠাৎ আমি দেখলাম দাদু জ্বরে কাঁপিতে লাগিল,
মন ভালো নেই, দাদুকে বসিতে দিলাম আমারি ছিটে