
বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে অশ্লীলতামুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ‘আলফাফা’। ইতিমধ্যে ১৬৫টিরও বেশি দেশের প্রায় ছয় লাখেরও বেশি মুসলিম ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি।
যুক্তরাষ্ট্রের একদল মুসলিম যুবক ইসলামি আদর্শ মেনে তৈরি করেছেন ‘আলফাফা’। ধীরে ধীরে এটি বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ও তুরস্কের মুসলিম সমাজে দারুণ সাড়া ফেলেছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইতোমধ্যে দুই মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে।
আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সাঈদ গণমাধ্যমকে জানান, বর্তমানে প্রচলিত সোশ্যাল মিডিয়াগুলো মুসলিম জীবনের ঈমান ও আমলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ চাহিদা থেকেই ‘আলফাফা ডটকম’ তৈরি করা হয়েছে, যেখানে সম্পূর্ণ হালাল পরিবেশ বজায় রাখা হয়েছে।
তিনি আরো জানান, ফেসবুকের তুলনায় এক-তৃতীয়াংশ ব্যয়ে ‘আলফাফা’ প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে সমান বা তার চেয়েও বেশি বিক্রি বাড়ানো সম্ভব। এখান থেকে মসজিদ, রেস্টুরেন্ট, চাকরি ও পেশাদার প্রোফাইলও তালিকাভুক্ত করা যায়। পাশাপাশি এটি অ্যামাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করা যাচ্ছে।
আলফাফায় রয়েছে সোশ্যাল মিডিয়া, মুসলিম ডিরেক্টরি, ব্লগ, ফোরাম, জবস, অনলাইন টিচিং, ই-কমার্সসহ নানান ফিচার। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বন্ধু ও পরিবারের সঙ্গে নিরাপদ ও ইসলামী পরিবেশে যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে দ্রুতই জনপ্রিয়তা পাচ্ছে এই প্ল্যাটফর্ম।
গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে সার্চ করুন—Alfafaa