ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা

Spread the love

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে পাগলা বাজার এলাকার আফসার করিম প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার ও গুলিবিদ্ধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু (৪৮) স্থানীয় পাগলা বাজারের আফসার করিমের ছোট ছেলে ও লোহা ব্যবসায়ী। তার শরীরে তিনটি গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী উত্তম জানান, রাতে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু পাশের এক দোকান থেকে ফল কিনছিলেন। কেনাকাটা শেষে তিনি প্রাইভেটকারে উঠতে গেলে দুজন যুবক মোটরসাইকেল থেকে নেমে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় ব্যবসায়ী পেটে ও হাতে গুলিবিদ্ধ হয়। তখন আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

গুলিবিদ্ধ ব্যবসায়ী নান্টুর আত্মীয় কিশোর আহমেদ জানান, নান্টু লোহার ব্যবসা করে ও আফসার করিম প্লাজায় তার দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে মালামাল বিক্রির টাকা তার প্রাইভেটকারে রেখে ফলের দোকান থেকে কেনাকাটা করছিল। এ সময় তাকে লক্ষ্য গুলি করে সন্ত্রাসীরা। ওনার শরীরে তিনটি গুলি লাগে। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি করেছে। এ ঘটনায় ব্যবসায়ী নান্টু গুলিবিদ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *