জামায়াত নেতাকে ‘কলিজা ছিড়ে ফেলার হুমকি, বিএনপি নেতাকে শোকজ

Spread the love

কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের রাজারহাট উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক আনিছুর রহমা‌নের অশালীন ও উত্তেজনাপূর্ণ ভি‌ডিও ভাইরাল এবং বি‌ভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় অভিযুক্ত ওই নেতা‌কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১ মে) কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এ নোটিশ প্রদান ক‌রেন।
নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন।

ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য সামগ্রীকভাবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। এ কারণে আপনার বিরুদ্ধে কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হল।
এর আগে গত ৩০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ক্ষিপ্ত হ‌য়ে উপ‌জেলা জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেল মিয়াকে বলতে শোনা যায়।

সেখানে তাকে বলতে শোনা যায়, ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার, চেনো তুমি, এ চেনো। খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক, চেনো বিএনপিকে। ভি‌ডিও‌টি প্রকাশ হ‌লে জেলা জু‌ড়ে নানা সমা‌লোচনা শুরু হয়।
বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেল মিয়া বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি পদ নিয়ে বাকবিতণ্ডা হয়।
পরে বিকেলে থানা মোড়ে আমায় ডেকে নিয়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমাকে চড়থাপ্পড় মারেন, লাঞ্চিত ও গালিগালাজ করেন।

এ বিষয়ে এখনো মামলা করিনি। তবে দলের (জামায়াতে ইসলামী) ঊর্ধ্বতন নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করা হ‌বে।
অভিযুক্ত উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান বলেন, নো‌টিশ পে‌য়ে‌ছি, ব‌্যাখ‌্যা দিব।
কু‌ড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, অভিযুক্ত আনিছুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি ব্যাখ্যা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *