দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

Spread the love

নিউজ ডেস্ক:

বগুড়ায় মাছরাঙা টেলিভিশনের ও বগুড়া লাইভের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শহর ছাত্রলীগের সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (৩ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবির শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তবে সম্প্রতি মালতিনগর দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন তিনি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পু‌লি‌শের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।

জানা গে‌ছে, গত ৬ এপ্রিল জলেশ্বরীতলা এলাকাস্থ জেলখানা মোড়ে অবস্থিত একটি জুসের দোকানের সামনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি, মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের জ্যেষ্ঠ সাংবাদিক আসাফ-উদ-দৌলা নিওনের ওপর হামলা করে দুর্বৃত্তরা। পরে সিসি ক্যামেরার ফুটেজে তাদের শনাক্ত করে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। হামলার পর পর পুলিশ অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম রাকিব নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা রয়েছে।

সেই মামলায় আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আবির হোসেনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আবিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।

বগুড়া জেলা পু‌লি‌শের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান ব‌লেন, আবির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত এজাহার নামীয় দুজন গ্রেপ্তার করা হয়েছে।

 

সুত্র: ঢাকাটাইমস


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *