আফতাবনগরে কোরবানির পশুর হাট বসবে না: হাই কোর্ট

Spread the love

জনতারকথা ডেস্ক:

রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর জন্য প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন এ বিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত।

রোববার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন। রুলের জবাবে স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসাতে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর পর ২৪ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আফতাবনগরে হাট না বসানোর আহ্বান জানিয়ে সিটি করপোরেশনকে আইনি নোটিস পাঠান। কিন্তু কোনো সাড়া না পেয়ে ৩০ এপ্রিল তিনি হাইকোর্টে রিট দায়ের করেন এবং নিজেই এতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার।

ইউনুছ আলী আকন্দ বলেন, “গত বছরও আফতাবনগরে পশুর হাট বসানোর সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছিল এবং সেই আদেশ পরে আপিল বিভাগেও বহাল থাকে। এরপর আবার একই জায়গায় হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেওয়া আদালতের আদেশ অমান্য করার শামিল।”

সুত্র: বাংলাদেশ জার্নাল


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *