গাজায় স্থল হামলা চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল হামলা চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান আয়াল জমির রবিবার (৪ মে) এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে জিম্মিদের মুক্ত করতে চাপ দেওয়ার পরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দেন। তার এ হুমকির পর আজ রিজার্ভ সেনাদের ডাকার তথ্য জানালেন আয়াল জমির।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় যুদ্ধ শুরু হয়। এই সময়ে সেখানে প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া হামাস যেসব জিম্মিকে ধরে এনেছিল তাদের অনেকের মৃত্যু হয়েছে। যুদ্ধের মধ্যে এ পর্যন্ত যত জিম্মি মুক্তি পেয়েছে তাদের বেশিরভাগই যুদ্ধবিরতির মধ্যে ছাড়া পান। তা সত্ত্বেও হামাসের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি করার প্রস্তাব প্রত্যাখ্যান করছে দখলদাররা।

রিজার্ভ সেনাদের ডাকার ব্যাপারে প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, “এই সপ্তাহে, আমরা গাজায় আমাদের অভিযান তীব্র ও সম্প্রসারিত করার জন্য আমাদের হাজার হাজার রিজার্ভ সেনার কাছে খসড়া আদেশ পাঠাচ্ছি। আমরা আমাদের জিম্মিদের ফিরিয়ে দেওয়া এবং হামাসকে পরাজিত করার জন্য চাপ বৃদ্ধি করছি। আমাদের সেনারা গাজার আরও জায়গায় অভিযান চালাবে। মাটির উপরে, নিচে থাকা হামাসের সব অবকাঠামো আমরা ধ্বংস করব।”

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *