আদালতের রায়ে মেয়র আরিফুর, ইসিকে গেজেট প্রকাশের নির্দেশ

জনতারকথা ডেস্ক:

নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করে দীর্ঘ চার বছরের বেশি সময় পর মেয়র পদ ফিরে পেলেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মো. আরিফুর রহমান। আদালত তাকে মেয়র ঘোষণার পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে।
কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল নং-৪ এর যুগ্ম দায়রা জজ মো. আলমগীর হোসাইন এই রায় দেন। আদালতের রায়ে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৫৯(খ) বিধি অনুযায়ী আরিফুর রহমানের পক্ষে রায় দেওয়া হয়েছে।
আদালতের রায়ে আরও বলা হয়, গত ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র নির্বাচিত ঘোষণা বাতিল করা হলো। ওই নির্বাচনে ‘মোবাইল’ প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকেই যথাযথভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হলো।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে আগামী ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মিরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আমরা এখনও রায়ের কপি পাইনি। আদালতের আদেশ পেলে কমিশনের সিদ্ধান্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র: এসআর/এআইএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *