সাধারণ নাগরিক ও মসজিদকে লক্ষ্যবস্তু করেছে ভারত: পাকিস্তান

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সাধারণ নাগরিক ও মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করেছিলো ভারত।

ভারতের আঘাত হানা ‘অপারেশন সিন্দুর’ প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভারত পাকিস্তানের মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এটি মোদী সরকারের আমলে বেড়ে ওঠা সংকীর্ণ মানসিকতার প্রতিফলন— যেখানে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের টার্গেট করা হচ্ছে।”

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, “এটি মনে রাখা জরুরি যে যেসব স্থানে হামলা হয়েছে, সেগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যম আগের দিন গিয়েছিলো। তারা দেখেছে যে ওই স্থানগুলোতে বেসামরিক মানুষজন অবস্থান করছিলো।”

তিনি দাবি করেন, পাকিস্তানে ভারতের হামলার জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে।

সূত্র: বিবিসি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *