শেলারচরে অবৈধ হরিণের ফাঁদ জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

Spread the love

বাগেরহাট প্রতিনিধি।।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর এলাকায় অবৈধ হরিণ শিকারের ফাঁদ ধ্বংসে অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। (বুধবার) সকালে রেঞ্জ কর্মকর্তা জনাব রানা দেবের নেতৃত্বে বন বিভাগের একটি চৌকস টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে শেলারচর টহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে বেশ কিছু হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। চিত্রা হরিণ শিকারের উদ্দেশ্যে বসানো এসব ফাঁদ তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, “বনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হরিণ শিকারের মতো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”
তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়দের অনেকেই বন বিভাগের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সুন্দরবনের সুরক্ষায় এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শরণখোলা রেঞ্জ এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চিত্রা হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারে লিপ্ত। তবে বন বিভাগের কড়া নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে এসব অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *