
আক্তারুল ইসলাম।।
কুষ্টিয়া, ৮ মে ২০২৫ — আজ ২৫ শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যের এই অনন্য প্রতিভার জন্মদিনকে ঘিরে এবার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে বিশেষ রবীন্দ্রজয়ন্তী উৎসব। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায়, কবিগুরুর স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী এই উৎসব।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক। স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নসরুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
২৬ শে বৈশাখ সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। বিকেল ৪ টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন।
খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক পিপিএম, বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সিও লেঃ কর্ণেল মাহবুব মুর্শেদ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, ২৭ শে বৈশাখ বিকেল ৪ টায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম মিখাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে সন্ধা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে। এ ব্যাপারে কুঠিবাড়ীর কাষ্টডিয়ান আল আমিন জানান, কবি গুরুর জন্মবার্ষিকী উদযাপনের জন্য কুঠিবাড়ীকে নতুন রং, জানালা, দরজা, মেরামত, ওয়াটারপ্রুফ প্যান্ডেল নির্মাণ, ঘাস, আগাছা পরিস্কার, পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আবহাওয়া অনকুলে এবার দর্শনার্থীরা রবীন্দ্রজয়ন্তীর উৎসব উপভোগ করতে পারবেন স্বানন্দে। জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান জানান, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, প্রত্মতত্ব বিভাগের সহযোগীতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হওয়ার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে।
বিদেশী পর্যটক কেউ আসলে আমাদের ইনফর্ম করলে তার নিরাপত্তাসহ পুলিশ, র্যব , বিজিবি,সাদাপোশাকে আইনশৃংলা বাহিনী ও গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। কোন প্রকার নিরাপত্তায় ব্যর্তয় ঘটবে না। তিনি বলেন, সকলের সহযোগীতা পেলে এই তিনদিন ব্যাপী উৎসবকে সফল করা সম্ভব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে অংশগ্রহণ করেন এবং রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন।
তিনদিনব্যাপী এ উৎসবে থাকবে গ্রামীণ মেলা, রবীন্দ্র রচনার উপর পাঠচক্র, চিত্রপ্রদর্শনী, বইমেলা এবং কবিগুরুর জীবনীভিত্তিক নানা অনুষ্ঠান। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে পুরো শিলাইদহ প্রাঙ্গণ পরিণত হয়েছে এক আনন্দঘন মিলনমেলায়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, “বিশ্বকবির চেতনাকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিতে ও তরুণ প্রজন্মকে তাঁর সাহিত্য, সংগীত ও ভাবনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত করাতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
জাতীয়ভাবে রবীন্দ্রজয়ন্তীর এ আয়োজন দেশের সাংস্কৃতিক জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।