
জনতারকথা ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদনের ওপর আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার কয়েক মিনিট আগে শুনানি শুরু করে পৌনে ১১টায় শেষ করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের শুনানি চলছে।
শুনানিতে আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়েছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে ওনাকে বাঁচিয়ে না রাখলে আমরা আজকে আপনাদের কাছে আসতে পারতাম না। সময়ের কারণে হয়তো উনি বেঁচে আছেন। এখন আপনাদের কাছে এসেছি, শুনানি করতে পেরেছি।
শিশির মনির বলেন, আগে আমাদের কথা শোনা হয়নি, এখন আমরা বলতে পেরেছি। আপনাদের কাছে অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনেক ক্ষমতা রয়েছে। আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করছি।
এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এটিএম আজহারুল ইসলামের আপিল আবেদনের শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। আর প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন।
এ সময় জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানিতে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন ও অন্যরা।
আদালতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ জামায়াত নেতারা উপস্থিত আছেন।