কর্ণফুলীর চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল

Spread the love

রাজস্থলী প্রতিনিধি।।

কর্ণফুলী নদীর রাঙ্গামাটির চন্দ্রঘোনা-রাইখালী রুটে পাঁচদিন ফেরি চলাচল বন্ধ থাকবে।
ড্রেজিং কাজের জন্য আগামী ১৩ মে (মঙ্গলবার) ভোর ৬ টা থেকে ১৮ মে (রবিবার) পর্যন্ত চন্দ্রঘোনা – রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ মে) রাতে গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সওজ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়,কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ- রুট আগামী ১৩ মে ভোর ৬ টা হতে ১৮ মে রবিবার পর্যন্ত বন্ধ রাখতে হচ্ছে। এসময় তিনি আরো জানান, বাঙ্গালহালিয়া, রাজস্থলী, বান্দরবান যাতায়াতের জন্য বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক)ব্যবহার করতে অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

সবুজ চাকমা আরও বলেন,পথে পলি জমায় বিভিন্ন সময় ফেরি চলাচল বন্ধ থাকে। ড্রেজিং করে আমরা ফেরি পারাপারের পথের পলি সরানোর উদ্যোগ নিয়েছি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *