সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিল ছাত্রশিবির

Spread the love

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী ছাত্র সুব্রত কুমারের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শহর শিবির সভাপতি শামীম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুব্রতের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভর্তি সহায়তার দায়িত্ব গ্রহণ করে। সুব্রত সদ্য অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬৫তম স্থান অর্জন করেন। তবে তার বাবা গ্রাম পুলিশে কর্মরত হওয়ায় পরিবারের আর্থিক অনটনের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

ছাত্রশিবিরের এমন মানবিক সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুব্রত কুমার ও তার পরিবার। এ সময় শহর শাখার সভাপতি শামীম রেজা বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম দায়িত্ব। সুব্রতের শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম, বানিয়াগাতী যুবকল্যাণ সমিতির সভাপতি বনি ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই মহতী উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *