পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত, ভারত চুপ

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দেননি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।

সংবাদ সম্মেলনে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় ভারতীয় ৫০ সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিবকে কোনও প্রশ্ন করা হয়নি। আর এই বিষয়ে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও কোনও কথা বলেননি।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেন। কিন্তু এই দাবির বিষয়েও কোনও কথা বলেননি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

তিনি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে এবং আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে হবে।

পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরও কোনও লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অভিযানের বিস্তারিত জানাবেন না। যদিও পাকিস্তান, লাহোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে।

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার রাতভর এবং সকালে ক্ষেপণাস্ত্র হামলা করেছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে, জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের ১৫টি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান।

এসব হামলায় ভারতে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার বলেছে, ভারতীয় বাহিনী শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে লাহোরসহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, ভারতের হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলার তথ্য ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং পুরো বিশ্ব এই হামলার খবর নিজ থেকেই জানতে পারবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতে পাকিস্তানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে এমন মন্তব্য করেছেন তিনি। ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় ১৫টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার নয়াদিল্লি যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা।

একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন। পাশাপাশি মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শত্রুকে অসহায় নতজানু অবস্থায় নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *