আমরা আক্রমণ করলে পুরো বিশ্ব টের পাবে: পাক প্রতিরক্ষামন্ত্রী

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতশাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার (৮ মে) রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সারা পৃথিবী সেটা জানবে!’

আর পাকিস্তান সত্যিই কোনো হামলা চালালে তারা সেটা অস্বীকার করবেন না বলেও তিনি দাবি করেন।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে আরো জানান, পাকিস্তানের মিত্র দেশগুলো তাদের সংযত থাকারই পরামর্শ দিয়েছে। তিনি এ-ও বলেন, ‘পাকিস্তান নিজেকে এখনো পর্যন্ত সংযত রেখেছে।

ভারতশাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার (৮ মে) রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সারা পৃথিবী সেটা জানবে!’
আর পাকিস্তান সত্যিই কোনো হামলা চালালে তারা সেটা অস্বীকার করবেন না বলেও তিনি দাবি করেন।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে আরো জানান, পাকিস্তানের মিত্র দেশগুলো তাদের সংযত থাকারই পরামর্শ দিয়েছে।

তিনি এ-ও বলেন, ‘পাকিস্তান নিজেকে এখনো পর্যন্ত সংযত রেখেছে।

কিন্তু তারা এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে কোনো সমাধান বা ব্রেকথ্রু দেখা যাচ্ছে না।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, সেটা নিশ্চিত করে তিনি জানান, সম্ভবত এই আলাপের মধ্যে দিয়ে একটা আশার আলো দেখা যেতে পারে।

তবে তার ধারণা, ভারত ও পাকিস্তানের প্রতিক্রিয়ায় এখনো কোনো ‘সুর নরম করার’ আভাস দেখা যাচ্ছে না।

ভারতশাসিত কাশ্মীর থেকে পরপর বিস্ফোরণ ও ব্ল্যাকআউটের খবর আসার কিছুক্ষণ পরেই খাজা আসিফ বিবিসির সঙ্গে এই কথাবার্তা বলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *