ভারতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে পাকিস্তান

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

 

ভারতে পাল্টা সামরিক হামলা শুরু করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলা শুরু হয়। পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান সশস্ত্রবাহিনী।

নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়, ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার টার্গেট করা হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপের অংশ হিসেবে পাকিস্তান ভারতের উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের নিজেদের তৈরি ফতেহ-১ বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্র আরও দাবি করেছে, ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র গুদামেও পাকিস্তান হামলা করেছে।

এর আগে ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিকে টার্গেট করেছে বলে ইসলামাবাদ অভিযোগ করেছে। এগুলো হলো নূর খান এয়ার বেজ, মুরিদ বেস এবং শুরকোট এয়ারবেজ। ভারত এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে এখন পর্যন্ত নূর খান, মুরিদ এবং ‍শুরকট এয়ারবেজ নিরাপদ রয়েছে বলে সূত্র জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। সংবাদমাধ্যমটি বলেছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় নূর খান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে।

এদিকে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেছেন, ভারত নিজ দেশের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালাচ্ছে। বিষয়টিকে তিনি ষড়যন্ত্র বলে মনে করছেন।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, দেশটির আইএসপিআর মহাপরিচালক বলেছেন- ভারত নিজ দেশের বিভিন্ন এলাকার স্থাপনায় মিসাইল হামলা চালিয়েছে।

লে. জেনারেল আহমেদ শরীফের অভিযোগ, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। যার মধ্যে একটি আদমপুরেই আঘাত হানে। আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবের অমৃতসরে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *