
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে থেকে বাংলাদেশে ফেরার পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৬ বাংলাদেমি নাগরিক ও এক ভারতীয় মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ মে) ভারত-বাংলাদেশের গেদে দর্শনা আন্তর্জাতিক সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা বিওপি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় বেশ কিছু মানব পাচারকারীর সহায়তায় তারা বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর কাজের খোঁজে দীর্ঘ কয়েক মাস তারা অবস্থান করে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। সম্প্রতি ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি ও পাকিস্তানীদের ধরপাকড় শুরু হলে ভয়ে দেশে ফেরার চেষ্টা করছিল তারা। এজন্য দক্ষিণ ভারত থেকে ট্রেনে করে কলকাতা আসেন। সেখান থেকে বাসে করে আসেন নদীয়া। এরপর সীমান্ত পার হওয়ার আগে গা ঢাকা দেন নদীয়া জেলার ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বারানবেরিয়া নিরালা পাড়া এলাকায়l
পুলিশ জানায়, বিশেষ সূত্র তারা এই লঞ্চপ্যাডে বাংলাদেশিদের লুকিয়ে থাকার খবর জানতে পারে। এরপরই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গত বুধবার এই একই এলাকা থেকে গ্রেফতার করা হয় ১২ জনকে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতের মাধ্যমে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
সূত্র-চ্যানেল ২৪