নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা, আসামি এখনো পলাতক

Spread the love

নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীতে দে শ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা ও হত্যা চেষ্টার একটি সিসিটিভির ফুটেজ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১০ মে) রাত ৯.৪৫মিনিটের দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, ছুড়ি ও চাপাতি দিয়ে হত্যা ও হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান সাংবাদিক আকরাম হোসেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এ রিপোর্ট লেখার পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা দাবি জানান। আকরাম হোসেন দে শ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

এ বিষয়ে সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে ১০টায় পরিবার নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন জন দুর্বৃত্ত ধারালো চাপাতি বের করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এ সময় পরিবারের সদস্যদেরও হত্যা চেষ্টায় চপাতি দিয়ে আঘাত করতে চাইলে তা প্রতিহত করার চেষ্টা করি। পরে তারা বিভিন্ন ধরনের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়ে দৌড়ে চলে যায়। হামলার সময় তার সঙ্গে স্ত্রী, দুই বছরের শিশু ছেলে ও ভাগনি অবস্থান করছিল।

নরসিংদী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *