আশুলিয়ায় আলোচিত রুবেল হত্যাকাণ্ডের মূলহোতা আমজাদসহ গ্রেপ্তার ২

Spread the love

জনতারকথা ডেস্ক:

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের অন্যতম মূলহোতা আমজাদ মন্ডল এবং তার এক সহযোগী জুয়েল মাদবরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহামুদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে, ঢাকার ধামরাই উপজেলাধীন কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার আশরাফ আলী মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৪৫) এবং একই এলাকার সেরাজ উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-৪ এর একটি অভিযানিক দল শুক্রবার সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুরে অভিযান চালিয়ে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার চাঞ্চল্যকর রুবেল মন্ডলকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের অন্যতম মূলহোতা আমজাদ মণ্ডলসহ তার এক সহযোগী জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নিহত রুবেল মণ্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার নায়েব আলী মণ্ডলের ছেলে। তিনি তার বড় ভাইয়ের মাছের ঘের, ঝুট ও বালুর ব্যবসা দেখাশোনা করতেন। বেশকিছু দিন ধরে গ্রেপ্তারকৃত আমজাত মন্ডল গংদের সাথে মাছের ঘের নিয়ে বিবাদ চলে আসছিল।

এর প্রেক্ষিতে গত ৭মে সকালে রুবেল মন্ডলকে মাছের ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদের মীমাংসার কথা বলে বিবাদীরা আশুলিয়া পাড়াগ্রামের একটি অফিসে ডেকে নেয় এবং একই দিনে রুবেল মন্ডল এর নিজ মাছের ঘেরের পাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে র‍্যাব-৪ এর অভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের জড়িত অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।

পরবর্তীতে র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে শান্ত, গরুর ডা: জাকির, আমজাদ মন্ডল, জাইদুর মন্ডল, হামেদ মাদবর, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, মিজান মন্ডল ওরফে হায়েল মন্ডল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মন্ডলকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *