
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় জিনিয়াস স্টাইপেন্ড একাডেমীর আয়োজনে বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মে ২০২৫) সকালে ঐতিহ্যবাহী আমলা সরকারি ডিগ্রি কলেজের কলাভবনে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে মিরপুর, দৌলতপুরসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হাসেম, আমীর—বাংলাদেশ জামায়াতে ইসলামি, কুষ্টিয়া জেলা শাখা। সভাপতিত্ব করেন জিনিয়াস স্টাইপেন্ড একাডেমীর প্রধান উপদেষ্টা ও মিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোঃ আব্দুল কুদ্দস, উপদেষ্টা, জিনিয়াস স্টাইপেন্ড একাডেমি ও সহসভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া; আব্দুল গাফফার, প্রধান শিক্ষক, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়; মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, প্রধান শিক্ষক, খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়; মোঃ এনামুল হক, প্রধান শিক্ষক, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়; অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান মালিথা; জহুরুল ইসলাম, সভাপতি, আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়; জামিল উদ্দিন আহমেদ, সভাপতি, স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন; ডাঃ মোঃ আজগর আলী; শিক্ষক তৌহিদুল ইসলাম, মামুনুল ইসলাম ঝন্টু ও আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মাধ্যমেই জীবনের পরিবর্তন সম্ভব। শর্টকাট কোনো পথ নেই—সাফল্য অর্জনে কঠোর অধ্যবসায়ই একমাত্র উপায়।”
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মুফতি আব্দুল হান্নান সাহেব।