
১১ মে ২০২৫
আক্তারুল ইসলাম, কুষ্টিয়া।
সারাদেশে দীর্ঘদিনের খরার মধ্যেই গত ২৪ ঘণ্টায় কোথাও একফোঁটাও বৃষ্টি হয়নি। তার ওপর সূর্যের প্রখর তাপে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজকের দিনেও দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই—বরং তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গ্রীষ্মপ্রবণ অঞ্চলের মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। এ অঞ্চলে আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ, যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও আশপাশের এলাকায় আজ আকাশ থাকবে প্রধানত পরিষ্কার এবং আবহাওয়া থাকবে শুষ্ক। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। তাপমাত্রা থাকছে প্রায় অপরিবর্তিত।
চলমান এই তীব্র গরমে বিভিন্ন এলাকায় পানির সংকট দেখা দিচ্ছে। অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির হার কমে গেছে। গরমের প্রকোপে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা হ্রাসের তেমন কোনো সম্ভাবনা নেই। তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। যথাসম্ভব রোদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
দেশের এমন বিরূপ আবহাওয়া পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও পড়ছে প্রভাব।