জমি নিয়ে বিরোধ, কুষ্টিয়ায় চাচাতো দাদাদের হামলায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো দাদাদের হামলায় তৌফিকুর রহমান তৌফিক (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলার মালিহাদ ইউনিয়নের আসাননগর গ্রামের কান্দিপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক জমি বন্ধক দিয়ে নেওয়া ১০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে জহুরুল ইসলাম জহুর ও লালচাঁদের পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জহুরুল ইসলাম ও তার ছেলে তৌফিক গুরুতর আহত হন।

আহতদের প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার (১০ মে) ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান। নিহত তৌফিক আসাননগর গ্রামের বাসিন্দা ও জহুরুল ইসলামের একমাত্র ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জমি ও টাকাপয়সা সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।”

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই গোষ্ঠীর মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *