চট্টগ্রামে আওয়ামী. লীগ নেত্রী জিনাত সোহানা চৌধুরী গ্রেফতার

Spread the love

জনতারকথা ডেস্ক:

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জিনাত সোহানা সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও ফারমিন গ্রুপের চেয়ারম্যান। তার স্বামী মোহাম্মদ ইমরান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি। সর্বশেষ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানিয়েছেন, জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানার মামলার এজাহারভুক্ত আসামি।

ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে, পাশাপাশি আরও ৪০–৫০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানিয়েছেন, মামলার পরিপ্রেক্ষিতে তাকে রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *