চন্দ্রঘোনা-রাইখালী রুটে ৫ দিন ফেরি চলাচল বন্ধ

Spread the love

জনতারকথা ডেস্ক:

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ৫ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে।

কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে আগামী রোববার (১৮ মে) পর্যন্ত পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে।
চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটের দুটি বড় অংশে নব্যতা সংকট দেখা ফেরিতে যানবাহন চলাচলের সুবিধার্থে কর্ণফুলী নদীর পাটাতনের দুটি অংশে ড্রেজিংয়ের কাজ চলবে। এ কারণে ওই রুটে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ রাখা হবে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া-বাঙালহালিয়া (সুখবিলাশ) সড়ক ব্যবহার করা যেতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *