
যশোর প্রতিনিধি।
গাঁজা সেবনে বাধা দেয়ায় রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের হারুন শেখের ছেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম বাবু বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি।
আসািমরা হলো, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সাম মোল্যার ৪ ছেলে আক্তার হোসেন, অহেদ, ইসাহাক, ফারুক হোসেন, অহেদের ছেলে রয়েল, ফারুকের ছেলে আলিফ ও একই গ্রামের বাবু ওরফে চান বাবু।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ মে রাতে বালিয়াডাঙ্গা বাবলাতলা মোড়ের জেস কেমিকেলের পাশে বসে আলিফগাঁজা সেবন করছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় শহিদুল ইসলাম ও ইয়াসিন হোসেন গাঁজা সেবন করতে দেখে নিষেধ করে। এতে আলিফ ক্ষিপ হয়ে অপর আসামিদের মোবাইল করে ডেকে নিয়ে আসে। শহিদুল ও ইয়াসিনের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে আসামিরা তাদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। গুরুতর আহত শহিদুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহন না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।