যশোরে সাইবার প্রতারণায় উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর

Spread the love

যশোর প্রতিনিধি।

যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চুরি হওয়া ৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে তা মালিকের কাছে হস্তান্তর করেছে। এছাড়া নগদ বা বিকাশের মাধ্যমে নিয়ে যাওয়া ২ লাখ ৫৬ হাজার টাকা ও ৮জন ভিকটিমকে উদ্ধার করেছে। হ্যাকড হয়ে যাওয়া ৪টি ইমো ও ১০টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করেছে। এ সময় ২জনকে আটকও করেছে যশোরের পুলিশ।
গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার রওনক জাহান এক অনুষ্ঠানের মাধ্যমে ওই জিনিসপত্র হস্তান্তর করেন।
যশোর জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেছেন, দিনদিন অপরাধীরা ফঁাদ বৃদ্ধি করছে। এ ক্ষেত্রে অপরাধীরাও অপরাধের ধরন পাল্টাচ্ছে। তারা আরো বেশি স্মার্ট হচ্ছে। ফলে জনসাধারণকে আরো বেশি সতর্ক থাকতে হবে। যে কোন বিষয়ে সাধারণ মানুষ পুলিশের সহায়তা নিতে পারবে বলে তিনি জানিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *