টুকরো টুকরো হয়ে যেতে পারে সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে— মঙ্গলবার (২০ মে) এমন সতর্কতাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে কয়েকদিন আগে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন তিনি।

রুবিও দেশটির সিনেটরদের এক শুনানিতে বলেছেন, আমাদের মূল্যায়ন হলো, সত্যি বলতে সিরিয়ার অন্তর্বর্তী সরকার, যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, হয়ত— কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যে তাদের পতন ঘটতে পারে এবং পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হতে পারে। বলতে গেলে দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে।

গত বছরের ডিসেম্বরে সাবেক স্বৈরশাসক বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় আহমেদ আল সারার নেতৃত্বাধীন ইসলামপন্থি দল হায়াত তাহরির আল শাম। এরপর সারা প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

সারা আগে আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। তবে সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গ ত্যাগ করে তিনি হায়াত তাহরির আল শাম নামে নতুন দল গঠন করেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে নিজেকে ‘উদারপন্থি’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। সারা আগে আরব পোশাক পরলেও; পরবর্তীতে স্যুট টাই পরা শুরু করেন। তার সঙ্গে সিরিয়ায় গিয়ে অনেক পশ্চিমা নেতাও বৈঠক করেন।

তার সবচেয়ে বড় অর্জন হলো, গত সপ্তাহে সিরিয়ার ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এমন সিদ্ধান্তে সিরিয়ায় আবারও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়। তবে এমন আশার মাঝেই গৃহযুদ্ধ ও সিরিয়া ভেঙে টুকরো টুকরো হওয়ার ব্যাপারে সতর্কতা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: এএফপি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *