ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যা, সাবেক ওসি অপূর্ব হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Spread the love

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষন, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সাথে সাথে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।
দুদকের পক্ষে উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়Ñ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষন, হত্যা, স্বর্ণ চোরাকারবারের সাথে জড়িত থাকার ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান কার্য পরিচালনার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
অভিযোগ সংশ্লিষ্ট উল্লেখিত ব্যক্তিরা বর্তমানে পলাতক আছেন।

 

তারা দেশত্যাগ করলে অভিযোগটি অনুসন্ধান কার্যক্রম ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ একান্ত প্রয়োজন।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *