কুষ্টিয়ার মিরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : পুরস্কার বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

Spread the love

আক্তারুল ইসলাম, মিরপুর, কুষ্টিয়া।

কুষ্টিয়ার মিরপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সহযোগিতায় ২৯মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে প্রতিপাদ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হন আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা মেহেনাজ তামান্না মাহি।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, চিথলিয়া সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। মডারেটরের দায়িত্ব পালন করেন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী। প্রতিযোগিতা শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ, উপ-পরিচালক শহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী। এ সময়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নার্গিস আখতার, সদস্য রাশেদুজ্জামান রিমন, ফিরোজ আহাম্মেদ, মজিদ জোয়ার্দ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *