কুষ্টিয়ার মিরপুরে ২২ দিনের শিশুকে হত্যা করলো মা। গ্রেফতার ৪

Spread the love

আক্তারুল ইসলাম, মিরপুর কুষ্টিয়া।

কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জের ধরে ২২ দিনের শিশুকে হত্যা করে লাশ পানিতে ফেলে গুম করে মা ও পরকীয়া প্রেমিক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে  ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২৯মে বৃহস্পতিবার দুপুরে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে পোড়াদহ চিথলিয়া এলাকার পরকীয়া প্রেমীক সেরেবুল ইসলাম (২৮), মা মিতা খাতুন (২৫), চাচা সাইদুল ইসলাম (৫০) ও ভাবি চাঁদনী খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ মাস পূর্বে জেলার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি এলাকায় রাজু নামের এক ছেলের সঙ্গে মিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের আট মাস পরে মিতার খাতুনের গর্ভে এক কন্যা সন্তানের জন্ম হয়। ছোট বাচ্চাটি নিয়ে রাজু ও মিতার মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকে। যার পরিপ্রেক্ষিতে মিতা ছোট শিশু বাচ্চা নিয়ে মায়ের বাড়ি চিথলিয়া চলে আসে।

বাচ্চাটি নিয়ে মিতা বাড়িতে আসলে তখন বাচ্চাটির পিতা কে এ নিয়ে মিতার পরকীয়া প্রেমিক মিতার চাচাতো ভাই শেরেবুলের সঙ্গে ঝামেলা শুরু হয়। পরবর্তীতে মিতা ও শেরেবুল বাচ্চাটিকে হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে।

এ ঘটনায় শেরেবুলের পিতা ও তার ভাবি শিশু মেয়েটিকে হত্যার সহায়তা করে। পরবর্তীতে গত ২৫ তারিখ মেয়েটিকে (২২ দিন) হত্যা করে সেরেবুল ও মিতা লাশটিকে পার্শ্ববর্তী বরিশাল খালে ফেলে দেয়। তারা অপপ্রচার করতে থাকে খলিসাকুন্ডির থেকে মিতার স্বামী রাজু বাচ্চাটি চুরি করে নিয়ে গেছে। অতঃপর ২৫ মে তারিখ রাতে শিশুটির মা মিতা খাতুন মিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। তাৎক্ষণিক মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। গত কয়েকদিন ধরে মিরপুর থানা পুলিশ ঘটনার তদন্ত ও বাচ্চার মাকে একাধিকবার জিজ্ঞাসাবাদে সর্বশেষ বৃহস্পতিবার সকালে তার মা ঘটনার বিষয়ে স্বীকার করে।

পরবর্তীতে  মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ ও মামলা তদন্তকারী অফিসার সাইফুল ইসলাম সঙ্গীও ফোর্স ঘটনায়স্থলে গিয়ে লাশ উদ্ধার করে চারজন আসামিকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিশুটির মা মিতা খাতুনের স্বীকারোক্তিতে আসামিদের গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা জিকে খাল থেকে লাশ উদ্ধার করি। আসামিদের আগামীকাল কোর্টে ১৬৪ করানোর জন্য নেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *