কুষ্টিয়ার মিরপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

Spread the love

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে মিরপুর মহিলা কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলা ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর-ভেড়ামারা-২ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু এবং পৌর বিএনপির সদস্য সচিব আজাদুর রহমান আজাদ।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার ও সহায়তা বিতরণ করা হয়। সহায়তা প্রদান করেন অধ্যাপক শহীদুল ইসলাম ও খন্দকার টিপু সুলতান।

অনুষ্ঠানটি ছিল মিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা ও তার আদর্শ অনুসরণের এক উজ্জ্বল উদাহরণ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *