
মিলন আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে ৮ নং পিয়ারপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে সাবেক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকাল ৪ টায় সময় উপজেলার আল্লারদর্গায় ৮নং পিয়ারপুর ইউনিয়ন বিএনপি’র উদ্দোগে আহবায়ক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব খন্দকার আরিফুজ্জামান (আরিফ) এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলার বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বিল্লাল হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, মোঃ মাহাবুর রহমান ( লস্কর), সাবেক চেয়ারম্যান ও উপজেলার বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, ৮ নং পিয়ারপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আতাহার আলী, মণি লস্করসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আমির হামজা মিঠু।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বলেন আজ ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়।
শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে নেতারা বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করে দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। সবশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং দোয়া শেষে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।