ডায়রিয়ায় আক্রান্ত ৫৮ শ্রমিক, দূষিত খাবার ও পানিতে সন্দেহ

Spread the love

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪৮ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অন্তত ৫৮ জন শ্রমিক। তাঁদের মধ্যে বেশির ভাগই পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিভিন্ন কারখানার কর্মী।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ডেনিম ভিনটেজ (এ্যাবা), নাকানো ইন্টারন্যাশনাল বিডি এবং অন্যান্য কয়েকটি কারখানার কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্রান্ত শ্রমিকেরা জানান, বৃহস্পতিবার দুপুরে ইপিজেডে খাবার ও পানি পান করার কয়েক ঘণ্টা পর থেকেই তাঁদের বমি, পেট ব্যথা ও পাতলা পায়খানার মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থ বোধ করায় প্রাথমিকভাবে কয়েকজন শ্রমিক ছুটি নিয়ে লালপুরের বিভিন্ন এলাকায় নিজ বাড়িতে চলে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।

কর্তব্যরত চিকিৎসকেরা জানান, ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে এ পর্যন্ত ৫৮ জন শ্রমিক হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুতর অসুস্থ প্রায় ৪০ জন শ্রমিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এ্যাবা কারখানার শ্রমিক সিয়াম রেজা জানান, তিনি বাসা থেকে খাবার নিয়ে গেলেও ইপিজেডের সরবরাহ করা পানি পান করার পরই অসুস্থ হয়ে পড়েন। নাকানো ইন্টারন্যাশনালের কর্মী অভিষেক কুমারও একই ধরনের অভিযোগ করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবা তাসনিম জানান, শ্রমিকদের খাবার অথবা পানিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকতে পারে। খাদ্যজনিত বিষক্রিয়ার কারণে তাঁদের ডায়রিয়া, বমি ও পেট ব্যথা দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *