
নিউজ ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাবা, মা ও তাদের দুই সন্তান।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে উপজেলার ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলকুর রহমান জানান, রাতে খবর পেয়ে জানতে পারেন, একটি পরিবারের চারজন টিলাধসে চাপা পড়েছেন। ধারণা করা হচ্ছে, ঘরের নিচে আরও কেউ থাকতে পারে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।