মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৪

Spread the love

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) জেলার সদর ও বড়লেখা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যায় সদর উপজেলার শ্যামেরকোনা এলাকায় মৌলভীবাজার-শমশেরনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন জুবেদ মিয়া (২৮) ও কামরুল মিয়া (৩০)। তারা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

অন্যদিকে বিকেলে বড়লেখা উপজেলার কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মারা যান সাহেদ হোসেন সুমন (২৬) ও তার ছোট ভাই রুমন আহমদ (২২)। তারা বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে মোটরসাইকেলযোগে ছোট ভাই রুমনকে নিয়ে দক্ষিণভাগের দিকে যাচ্ছিলেন সাহেদ। পথে কাঁঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সাহেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় রুমনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ধীন।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *