৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য সরাবে ডিএসসিসি

Spread the love

নিউজ ডেস্ক

ঈদুল আজহায় দ্বিতীয় দিনে কোরবানির পশুর বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া।

রোববার (৮ জুন) দুপুরে রাজধানীর কলাবাগান শিশুপার্ক-সংলগ্ন দক্ষিণ সিটি করপোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ঈদুল আজহার তৃতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক পোস্টে দাবি করেছেন, ‘সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে রাজধানী ঢাকার বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম।’ শনিবার (৭ জুন) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তিনি সব তথ্য নিশ্চিত করেন।

উপদেষ্টা বলেন, ‘সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *