সিলেটে সীমান্তে ৫৩ জনকে পুশইন করল বিএসএফ

Spread the love

সিলেট প্রতিনিধি।

সিলেটে সীমান্তবর্তী এলাকা দিয়ে ৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১২ জুন) ভোররাতে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি, মিনাটিলা ও কোম্পানীগঞ্জের কালাইরাগ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
আটককৃত ৫৩ জনেই বাংলাদেশের লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে বৃহস্পতিবার গভীররাতে ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইনের ঘটনায় ১৭ জনকে আটক করে ৪৮বিজিবি দায়িত্বপূর্ণ শ্রীপুর বিওপি।

আটককৃতদের মধ্যে ৪ জন মহিলা, ৪ জন পুরুষ ও ৯জন শিশু রয়েছেন। তাদের মধ্যে কুড়িগ্রাম জেলার ৭ জন এবং লালমনিরহাট জেলার ১০ জন।

একই উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় ভোর পৌনে ৫টার দিকে পুশইনের ঘটনায় ২৩ জনকে আটক করে মিনাটিলা বিওপি। আটককৃতদের মধ্যে ৭জন মহিলা, ৯ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছে। তারা সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকায় ১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন মহিলা, ৪ জন পুরুষ ও ৬ জন শিশু। তারা সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক বলেন, সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ৪৮ বিজিবির আওতাধীন সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তারই অংশ হিসেবে আজ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫৩জনকে আটক করে বিজিবি।

তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইনকৃত সকলেই বাংলাদেশের লালমনিরহাট ও কুড়িগ্রাম বাসিন্দা। অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে বসবাস করেছিলো। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *