
স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র্যাপিড দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের দাবাড়ু ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। সাত রাউন্ডের এই প্রতিযোগিতায় তিনি ৬ পয়েন্ট সংগ্রহ করেন। এতে করে তিনি দক্ষিণ এশিয়ার দাবা অঙ্গনে বাংলাদেশের জন্য এক অনন্য সাফল্য এনে দিলেন।
প্রতিযোগিতাটিতে স্বাগতিক শ্রীলঙ্কার প্রায় চল্লিশের অধিক দাবাড়ুর পাশাপাশি ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান এবং মালদ্বীপের খেলোয়াড়রাও অংশ নেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তাহসিন পাঁচটি খেলায় জয় এবং দুটি খেলায় ড্র করেন। তার এই সাফল্য বাংলাদেশের র্যাপিড দাবার মানকে আরও উঁচুতে তুলে ধরেছে।
এই ফরম্যাটে বাংলাদেশের আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ ৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান লাভ করেন। মহিলা বিভাগে আন্তর্জাতিক মহিলা মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট নিয়ে ৩৬তম হন।
র্যাপিড দাবার আগে শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র স্ট্যান্ডার্ড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সে প্রতিযোগিতাতেই অংশ নিতে বাংলাদেশ থেকে তিনজন পুরুষ এবং একজন মহিলা দাবাড়ু গিয়েছিলেন। স্ট্যান্ডার্ড দাবায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় পঞ্চম, তাহসিন তাজওয়ার জিয়া নবম এবং ফিদে মাস্টার সাজিদ ১৯তম হন। মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ ১৬তম স্থান অর্জন করেন।
স্ট্যান্ডার্ড দাবার পর ব্লিটজ এবং র্যাপিড ফরম্যাটের খেলা অনুষ্ঠিত হয়। সেখানেই তাহসিন তার প্রতিভার দ্যুতি ছড়িয়ে দেন। অন্যদিকে ভারতে ইমিগ্রেশন জটিলতায় এক দাবাড়ু দেশে ফিরে আসায় কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ কিছুটা সংকটে পড়েন। তবে সেই সময়েই শ্রীলঙ্কা থেকে তাহসিনের এই বিজয় যেন দেশের দাবা অঙ্গনে এক টুকরো স্বস্তি ও আনন্দ এনে দিল।