এইচপি ক্যাম্প শুরু, ২৮ ক্রিকেটারের তালিকায় নতুন চমক

Spread the love

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের নতুন মৌসুমের ক্যাম্প শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। মোট ২৮ জন উদীয়মান ক্রিকেটার নিয়ে গঠিত এইচপি দল আগস্টের মাঝামাঝি পর্যন্ত অংশ নেবে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কার্যক্রমে, যা চট্টগ্রাম ও রাজশাহীতে ভাগ করে অনুষ্ঠিত হবে।

বিসিবি বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পের সময়সূচি ও খেলোয়াড় তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, কোচ সালাউদ্দিনের ছেলে নুয়ায়েল সানদেদ এইচপি দলে জায়গা পেয়েছেন, যা ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। এছাড়াও দলে রয়েছে কয়েকজন নতুন মুখ, যারা পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের নজর কেড়েছেন।

ক্যাম্পের সময়সূচি-

* ১৩-১৫ জুন: ঢাকায় তাত্ত্বিক বিষয়ভিত্তিক ক্যাম্প ও স্ক্রিনিং পরীক্ষা।

* ১৬ জুন: ক্রিকেটাররা যাবেন চট্টগ্রামে।

* ১৭ জুন – ১৪ জুলাই: চট্টগ্রামে প্রথম ধাপের স্কিল ট্রেনিং ও ম্যাচ প্র্যাকটিস।

* ১৫ জুলাই: চট্টগ্রাম থেকে যাত্রা রাজশাহীর উদ্দেশ্যে।

* ১৬ জুলাই – ১৩ আগস্ট: রাজশাহীতে দ্বিতীয় ধাপের ক্যাম্প।

এইচপি ক্যাম্পে শুধু ক্রিকেটীয় দক্ষতা নয়, ইংরেজি ভাষার উন্নয়ন, খাদ্যাভ্যাস, মিডিয়া হ্যান্ডলিং, প্লেয়িং কন্ডিশন এবং দুর্নীতি বিরোধী গাইডলাইন নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।

এইচপি স্কোয়াডে যারা আছেন-

ওপেনিং ব্যাটার: মাহফিজুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা, ইফতেখার হোসেন ইফতি।

মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার।

স্পিনিং অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান।

পেস বোলিং অলরাউন্ডার: তোফায়েল আহমেদ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহমেদ শরিফ, আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার: নাঈম আহমেদ, স্বাধীন ইসলাম, নাঈম ইসলাম সাকিব, নুয়ায়েল সানদেদ।

পেসার: মারুফ মৃধা, রিপন মণ্ডল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আব্দুল গাফফার, আসাদুজ্জামান পায়েল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *