ক্রিকেটে বদলাচ্ছে বাউন্ডারির গল্প: আর নয়- বাইরের ভাসমান ক্যাচ!

Spread the love

স্পোর্টস ডেস্ক:

ক্রিকেট মাঠে কখনও কখনও দেখা যায় অসম্ভব এক দৃশ্য—বাউন্ডারির বাইরে ঝাঁপিয়ে পড়ে, একবার নয়, একাধিকবার বল স্পর্শ করে চমৎকারভাবে ক্যাচ ধরছেন ফিল্ডার। এতদিন পর্যন্ত এমন ক্যাচ বৈধ থাকলেও, এবার সেই নিয়মেই আসছে বড়সড় পরিবর্তন।

ক্রিকেটের নিয়মপ্রণেতা সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় একাধিকবার বল স্পর্শ করে আর ক্যাচ ধরা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতরে ঢুকে তিনি যদি বল নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলেই সেই ক্যাচ বৈধ বলে গণ্য হবে।

এই নিয়ম ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হবে এবং খুব শিগগিরই এটি আইসিসির প্লেয়িং কন্ডিশনে অন্তর্ভুক্ত হতে চলেছে।

এই পরিবর্তনের মূল প্রেক্ষাপট তৈরি হয়েছিল ২০২৩ সালের বিগ ব্যাশ লিগে। ব্রিসবেন হিটের ফিল্ডার মাইকেল নেসার তখন সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের আকাশছোঁয়া একটি শট বাউন্ডারির বাইরে প্রথমবার স্পর্শ করে, আবার শূন্যে লাফিয়ে দ্বিতীয়বার বলটি মাঠের মধ্যে ঠেলে দেন এবং পরে সীমানার ভেতরে ঢুকে ক্যাচটি নেন। তখন ক্যাচটি বৈধ হলেও, তা নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক।

নতুন নিয়মে সেই ধরণের ক্যাচকে আর বৈধ ধরা হবে না। তবে যদি কেউ শূন্যে লাফিয়ে একবার বল স্পর্শ করেন এবং দ্বিতীয়বার বল স্পর্শের সময় পুরোপুরি সীমানার ভেতরে থাকেন, তাহলে সেটি এখনো বৈধ থাকবে। এই নিয়মে বৈধ থাকবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূর্যকুমার যাদবের ঐতিহাসিক ক্যাচ, যেখানে তিনি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের শট ধরে ম্যাচে জয়ের পথে এগিয়ে দেন ভারতকে!


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *